ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

অস্ত্র মামলায় চুসনী শাহীনের ১৭ বছর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
অস্ত্র মামলায় চুসনী শাহীনের ১৭ বছর কারাদণ্ড চুসনী শাহীন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়ের করা অস্ত্র মামলায় শাহীন ওরফে চুসনী শাহীন (৪৩) নামে এক জনকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ কাজী ইয়াসিন হাবীবের আদালত এ রায় দেন।

শাহীন নারায়ণগঞ্জের ফতুল্লার ফাজিলপুর এলাকার মৃত মুনসুর কন্ট্রাক্টরের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, নারায়ণগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ অস্ত্র আইনের দু’ধারায় শাহীনকে ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৬ এপ্রিল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১) ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে শাহীনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি চাকু উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা হয়।

সেই মামলার তদন্ত শেষে স্বাক্ষীদের সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে তাকে এ সাজা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।