ফ্যাশন হলো মুখোশ আর স্টাইল হলো মুখোশ্রী-রবি ঠাকুর তার শেষের কবিতায় অমিত চরিত্রকে অবলম্বন করে প্রকাশ করেছিলেন এই কালজয়ী বাণী। যে বাণী সময়পোযোগী হয়ে ফুটে উঠেছে বর্তমান সময়ে।
একসময় মুখোশ্রী বর্ধনের ক্ষেত্রে নর-সুন্দরদের কাজ ছিলো কোনরকমে ছোট করে চুল কাটা ও দাড়ি কামানো। কালের বিবর্তন হয়েছে মানুষের চিন্তা-চেতনা ও রুচির।
সেই পরিবর্তনের ফলে নারীদের পাশাপাশি পুরুষরাও সচেতন হয়ে ওঠেন মুখোশ্রী তথা স্টাইলের ব্যাপারে।
বিভিন্ন স্টাইল গ্রহণে আগ্রহ বাড়তে থাকে পুরুষেরও। এই আগ্রহের জন্য রাজধানীর উত্তরায় সাইদ গ্রান্ড সেন্টারে গত ২০ নভেম্বর(শুক্রবার) সন্ধ্যায় উদ্বোধন করা হলো ভিন্ন মাত্রার এক্সক্লুসিভ জেন্টস্ সেলুন- ‘ক্রেজি-স্টাইল’।
ফিতা কেটে উক্ত সেলুনটি উদ্বোধন করেন বাংলা চলচ্চিত্রে সবার প্রিয় ব্যক্তিত্ব প্রবীর মিত্র।
ঠিকানা: ক্রেজি-স্টাইল, সাইদ গ্রান্ড সেন্টার (২য় তলা) দোকান নং-৬৯, রোড নং-৩৫, সেক্টর নং-৭, উত্তরা, ঢাকা। ফোন নম্বর- ০১৭১২ ৭৪৬ ৭৪৭।