এর প্রধান কারণ হলো দেহের অন্যান্য অঙ্গের চেয়ে মুখ নাক এসব করোনা ভাইরাসের বিশেষ আক্রমণস্থল হিসেবে বিবেচিত। দাঁতের চিকিৎসা করার সময় ডাক্তার ও রোগী উভয়েই ভাইরাল সংক্রমণের বিশেষ ঝুঁকিতে থাকেন।
করোনা ভাইরাসে আক্রান্তে ঝুঁকির সময়েও যেসব সমস্যা হলে অবহেলা না করে অবশ্যই দাঁতের চিকিৎসার জন্য ডেন্টাল ডাক্তারের পরামর্শ নিতে হবে:
• মুখের ভেতরে বা দাঁতের অসহনীয় ব্যথা
• দুর্ঘটনায় চোয়াল বা দাঁত ভেঙে যাওয়া
• মাড়ি থেকে ঘন ঘন রক্তপাত
• চোয়ালের কোনো অংশে ফুলে যাওয়া
• দাঁত দিয়ে শক্ত কিছু ভাঙতে গিয়ে দাঁত ফেটে গেলে
• মুখের কোনো অপারেশনের পরে ক্ষত শুকাতে অতিরিক্ত সময় নিলে আগের লাগানো আলগা দাঁত বা ডেঞ্চার ও ক্যাপ-ব্রিজ ইত্যাদিতে ফাটল ধরা বা নষ্ট হওয়া
• বাঁকা দাঁত সোজা করার অর্থোডন্টিক কাজের জন্য মুখে লাগানো ব্রেস যদি মুখে কোনো অসুবিধা সৃষ্টি করে।
বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, জুলাই ১০, ২০২০
এসআইএস