ঢাকা: ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান বলেছেন, ২০০৯ সালে দেওয়া নিয়োগপত্রে কোনো ঘষামাজা ছিল না। সেখানে নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের কিছু অনুশাসন আর নির্দেশনা ছিল।
বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাওরানবাজার ওয়াসা ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
প্রকৌশলী তাকসিম এ খান বলেন, এমডি হিসেবে নিয়োগে কোথাও কোনো ঝামেলা নেই। ২০২০ সালেও এ রকম একটি রিট করা হয়েছিল, তা খারিজ করে দেন আদালত। ওয়াসার আইনজীবী আদালতে বিস্তারিত তুলে ধরেছেন।
ওয়াসার বিভিন্ন প্রকল্পে ৩ হাজার দুইশ কোটি টাকা দুর্নীতির অভিযোগে নাম থাকার বিষয় জানতে চাইলে তিনি বলেন, এই অভিযোগ সম্পূর্ণ অসত্য। প্রকল্প সংক্রান্ত অভিযোগ সবই অসত্য। যদি দুর্নীতি হয়েই থাকে অনুসন্ধান করে কী করলেন? এই অভিযোগটি ২০১৫ সালের। গত ৭ বছরে কোনো তদন্ত ও অনুসন্ধানে অভিযোগ প্রমাণ হয়নি, কোনো মামলাও হয়নি।
তিনি আরও বলেন, কোনো প্রকল্পের সঙ্গে ওয়াসার এমডির সম্পর্ক থাকে না, দাতা সংস্থা সব দেখভাল করে।
>>> আরও পড়ুন: জীবনে একটি টাকাও হারাম খাইনি: ওয়াসার এমডি
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
এমএমআই/এমএমজেড