ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে জেলি পুশ করা ২৫ হাজার কেজি চিংড়ি জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
কেরানীগঞ্জে  জেলি পুশ করা ২৫ হাজার কেজি চিংড়ি জব্দ

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জে কোস্টগার্ড অভিযান চালিয়ে ২৫ হাজার ৫০০ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ করেছে।  

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে পাগলা কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট শামস সাদেকীনের নেতৃত্বে ঢাকার কেরানীগঞ্জে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় ছয়টি যাত্রীবাহী বাস ও দুটি ট্রাক তল্লাশি করে আনুমানিক ২৫ হাজার ৫০০ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২২
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।