নড়াইল: ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নড়াইল থেকে ঢাকাগামী যানবাহনগুলোতে সাধারণ যাত্রীদের যাতায়াত কমে গেছে।
শুক্রবার (০৯ ডিসেম্বর) সকাল থেকে ঈগল পরিবহনের চারটি গাড়ির মধ্যে ঢাকা অভিমূখে মাত্র একটি গাড়ি ছেড়ে গেছে।
৩০ মিনিট পর পর ঢাকা অভিমূখে ছেড়ে যাওয়া নড়াইল এক্সপ্রেস পরিবহনও যাত্রী সংকটে চলছে দেড় ঘণ্টা বিরতিতে। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০টি গাড়ির মধ্যে ছেড়েছে মাত্র আটটি।
যাত্রী সংকটের কারণে বেশ কয়েকেটি পরিবহনের কাউন্টারও বন্ধ পাওয়া গেছে। স্থানীয় কয়েকটি গণপরিবহন চলাচল করলেও দূরপাল্লার পরিবহন চোখ পড়েনি।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, সহিংসতার আশংকায় গত দুইদিন ধরে ঢাকা থেকে গাড়ি আসলেও নড়াইল থেকে যেতে আর যাত্রী পাওয়া যাচ্ছে না। অনেক গাড়ির তেলের পয়সাটাও উঠছে না।
ব্যবসায়ী রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঢাকায় জরুরি কাজ ছিল। কিন্তু বিএনপির সমাবেশকে ঘিরে কি পরিস্থিতি সৃষ্টি হবে তা বলা যাচ্ছে না। ভয়ে ঢাকা যাওয়ার দিন পিছিয়ে দিয়েছি।
ট্রাফিক পুলিশের সহকারি পরিদর্শক (টিসআই) মো. জসিম বাংলানিউজকে বলেন, অন্যান্য দিনের তুলনায় আজ রাস্তায় গাড়ির চাপ কম। তবে সড়কের পরিস্থিতি ভালো।
এদিকে সকাল থেকে নড়াইল শহর ও উপজেলা সদরের বিভিন্ন রাস্তায় পুলিশের টহল টিম দেখা গেছে।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২২
এফআর