ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

টাঙ্গাইলে ট্রেন দুর্ঘটনা, পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রা বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
টাঙ্গাইলে ট্রেন দুর্ঘটনা, পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রা বাতিল

পঞ্চগড়: টাঙ্গাইলে ট্রেন দুর্ঘটনায় পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী ট্রেন পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গ থেকে ছেড়ে যাওয়া সাত ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাসুদ পারভেজ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ট্রেনের যাত্রা বাতিল করা হলেও যাত্রীরা টিকিট ফেরত দিয়ে কাউন্টার থেকে তাদের টাকা ফেরত পাচ্ছেন। তবে রাত ৯টা ১০ মিনিটের একতা এক্সপ্রেস ট্রেনটি যথা সময়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।  

জানা যায়, সোমবার (১২ ডিসেম্বর) রাতে টাঙ্গাইলের কালিহাতীতে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় বিভিন্ন গন্তব্যের ট্রেন নানা স্টেশন ও স্থানে আটকা পড়ে। ফলে ট্রেনগুলো যথা সময়ে গন্তব্যে পৌঁছতে না পারায় ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।