ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে পাসপোর্টের উপপরিচালক মোরাদ চৌধুরী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
কিশোরগঞ্জে পাসপোর্টের উপপরিচালক মোরাদ চৌধুরী

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোরাদ চৌধুরী উপপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন-৪ এর দায়িত্বপ্রাপ্ত উপসচিব মুহাম্মদ শহিদ উল্লাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে একসঙ্গে ২২ জনের পদোন্নতির বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ২২ কর্মকর্তাকে উপপরিচালক পদে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতি দেওয়া হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
এমজেএফ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।