ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পদ্মায় জেলের জালে ২৪ কেজির বাঘাইড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
পদ্মায় জেলের জালে ২৪ কেজির বাঘাইড়

রাজবাড়ী: রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ২৪ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পরেছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে পদ্মা নদীর অন্তার মোড় এলাকায় জেলে সোনাই হলদারের জালে মাছটি ধরা পড়ে।

পরে দৌলতদিয়া ঘাটের মহন মণ্ডলের আড়তে নিলে নিলামে এক হাজার তিনশত টাকা কেজি দরে মাছটি কিনে নেন শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া সম্রাট।

দৌলতদিয়া পাচ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান মিয়া সম্রাট বাংলানিউজকে জানান, শুক্রবার সকালে মাছটি ৩১ হাজার ২০০ টাকায় কিনে ঘাটের পল্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। সেইসঙ্গে বিক্রির জন্য ফোনে যোগাযোগ করা হচ্ছে।

গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস কর্মকর্তা মো. রেজাউল শরিফ বাংলানিউজকে জানান, পদ্মা নদীর পানি কমে যাওয়ায় এখন মাঝে মধ্যেই এমন বড় বড় মাছ ধরা পড়ছে। এতে স্থানীয় জেলেরাও লাভবান হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।