ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাভারে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
সাভারে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

সাভার (ঢাকা): সাভারে ওয়ারেন্টভুক্ত আসামি পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান মাসুমকে (৪০) গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।

শুত্রুবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের সিন্ধুরিয়া গ্রামের ইডেন পার্ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মেহেদী হাসান মাসুম সাভার পৌরসভার ডগরমোড়া এলাকার আব্দুল করিমের ছেলে। তিনি সাভার পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার পরিদর্শক দিপক চন্দ্র সাহা বলেন, মেহেদী হাসান মাসুমের বিরুদ্ধে নাশকতা মামলাসহ কয়েকটি নিয়মিত মামলা রয়েছে। সেই মামলাগুলোর একটিতে ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাকে আজ (৩০ ডিসেম্বর) বিকেলে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
এসএফ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।