ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, থাকবে সাধারণ ছুটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০২, জুলাই ২, ২০২৫
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, থাকবে সাধারণ ছুটি

জুলাই অভ্যুত্থানের বিষয়টি স্মরণীয় করে রাখতে সরকার প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে। এ দিন সাধারণ ছুটি থাকবে।

আর ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালন না করা এবং ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত জানিয়ে বুধবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক পৃথক পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়, সরকার প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণভ্যুত্থান দিবস’ (সাধারণ ছুটিসহ) ঘোষণা করেছে। দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

এ সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালন না করার সিদ্ধান্ত

আরেক পরিপত্রে বলা হয়, অন্তর্বতী সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রতি ঘোষিত ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ উদযাপন/পালন না করার সিদ্ধান্ত নিয়েছে। ২৫ জুলাই জারি হওয়া পরিপত্রটি বাতিল করা হয়েছে।

১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’

আরেক পরিপত্রে বলা হয়, সরকার প্রতি বছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে। দিবসটিকে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস করার সিদ্ধান্ত নিয়েছে।

এই সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে সরকার প্রতিবছর ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করে গত ২৫ জুন পৃথক পরিপত্র জারি করেছিল সরকার।

এমআইএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।