ঢাকা: চলতি ২০২২-২০২৩ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) এবং গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ের সকল ক্ষেত্রে প্রকল্প অনুমোদন, বাস্তবায়ন ও অর্থ বা খাদ্যশস্য উত্তোলনের সময়সীমা বাড়িয়েছে সরকার।
সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পাঠানো হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব আবু সাইদ মো. কামাল সাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, চলতি ২০১২-২০১৩ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) এবং গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা/কাবিখা) কর্মসূচির আওতায় প্রথম কিস্তিতে ছাড় করা অর্থ বা খাদ্যশস্যের প্রকল্প অনুমোদন, বাস্তবায়ন এবং অর্থ উত্তোলনের সময় আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত নির্দেশক্রমে বাড়ানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
জিসিজি/এসআইএ