ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ মে ২০২৪, ১৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

রাতের অন্ধকারে ফসলের জমিতে পুকুর খনন, লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
রাতের অন্ধকারে ফসলের জমিতে
পুকুর খনন, লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জ: রাতের অন্ধকারে নিজের ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেন এ দণ্ডাদেশ দেন।

এর আগে সোমবার (২ জানুয়ারি) গভীর রাতে রামকৃষ্ণপুর ইউনিয়নের নাইমুড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত শফিকুল উপজেলার নাইমুড়ি গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেন জানান, রাতের অন্ধকারে নিজের ফসলি জমি কেটে পুকুর খনন করছিলেন শফিকুল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুকুর খনন বন্ধ করে শফিকুলকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।