মাদারীপুর: জেলার শিবচরের পদ্মানদী থেকে চাঁদাবাজির অভিযোগে মিজান শরীফ (২৩) ও সাগর হাওলাদার (১৮) নামের দুই ব্যক্তিকে আটক করেছে চর জানাজাত নৌ-পুলিশ।
শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে পদ্মানদীর মাদবরের চর সংলগ্ন এলাকার পদ্মানদী থেকে তাদের আটক করে পুলিশ।
আটক মিজান উপজেলার মাদবরচর এলাকার মুন্তাজ উদ্দীন শরীফের ছেলে ও মো. সাগর হাওলাদার একই এলাকার রব হাওলাদারের ছেলে।
নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত দায়িত্ব পালনের সময় মিজানকে পদ্মানদীতে ট্রলার, বাল্কহেডসহ বিভিন্ন নৌযান থেকে চাঁদা তুলতে দেখে নৌ-পুলিশ।
এ সময় নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে মিজান ও তার সঙ্গে থাকা সাগরকে আটক করা হয়।
অভিযোগ আছে, তারা ট্রলারযোগে পদ্মানদীতে নানা পরিচয় দিয়ে বিভিন্ন নৌযান থেকে চাঁদা তুলতেন।
চর জানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহানুর আলী বলেন, অনেকদিন ধরেই এ ব্যক্তি নদীতে চাঁদাবাজি করে আসছিলেন। আমরা এর আগেও তাকে ধরার চেষ্টা করেছিলাম। কিন্তু ট্রলার নিয়ে আমাদের আগেই তিনি সটকে পড়তেন। আজ স্পিডবোট নিয়ে ধাওয়া করে চাঁদাবাজির টাকাসহ তাকে আটক করা হয়েছে। তার নামে মাদারীপুর, ফরিদপুর, মুন্সীগঞ্জ ও ঢাকায় একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
এসএম/এসআইএ