ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
ফরিদপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ট্রাকের ধাক্কায় জাহান শেখ (৫১) নামে এক অটোভ্যানচালক নিহত হয়েছেন।

বুধবার (১১ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার রুপাপাত ইউনিয়নের কলিমাঝি সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহান শেখ উপজেলার রুপাপাত ইউনিয়নের সহস্রাইল এলাকার বাসিন্দা। তার এক ছেলে ও দুই মেয়ে সন্তান আছে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে সহস্রাইল বাজার থেকে ভ্যানে করে লাকড়ি বোঝাই করে পার্শ্ববর্তী একটি ইটভাটায় যাচ্ছিলেন জাহান শেখ। পথে উপজেলার রুপাপাত ইউনিয়নের কলিমাঝি সাইনবোর্ড এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ট্রাকের ধাক্কায় জাহান শেখ নামের এক অটোভ্যানচালক নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।