গাজীপুর: গাজীপুরে দুই ছেলের ভাড়া বাড়িতে বেড়াতে এসে রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) সকালে গাজীপুরের মারিয়ালী কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কদরজান বেগম (৬৫) ময়মনসিংহের ফুলপুর উপজেলার গুমগাঁও এলাকার আব্দুল হাকিমের স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মারিয়ালী কলাবাগান এলাকায় বাসা ভাড়া থেকে অটোরিকশা চালায় নিহতের ছেলে ফারিদ হোসেন ও তার ছোট ভাই। তিন দিন আগে ছেলেদের সঙ্গে দেখা করতে কদরজান বেগম ভাড়া বাসায় আসেন। সকালে ছেলেরা কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যান। পরে কদরজান বেগম রান্না করতে যান। এসময় বিকট শব্দে বিস্ফোরণ হলে রান্না ঘরসহ পাশের দুইটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে অগ্নিদগ্ধ কদরজান বেগমের মরদেহ উদ্ধার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান আসাদ জানান, রান্না করতে গিয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে কদরজান বেগমের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
আরএস/আরএ