ঢাকা: খাদ্যে ভেজাল রোধ ও ভোক্তার অধিকার রক্ষায় রাজধানীর কাপ্তান বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে এ অভিযান শুরু হয়।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ছাড়াও অভিযানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি বিপণন, মৎস্য অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর ও সিটি করপোরেশনের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।
অভিযানের শুরুতেই কাপ্তান বাজারের মাংসের দোকান তদারকি করতে দেখা যায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তাদের। বিভিন্ন দোকানে গিয়ে মাংসের মান ঠিক আছে কিনা তা তদারকি করছেন তারা।
মাংসের দোকানের পর মাছ ও বাজারের অন্যান্য পণ্যের দোকানেও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযান চালাবে বলে জানিয়েছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং অফিসার ইমরান হোসেন মোল্লা।
বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
এসসি/এমএইচএস