ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

বালিশচাপা দিয়ে শিশুকন্যাকে হত্যা, ব্লেড গিলে বাবার আত্মহত্যার চেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
বালিশচাপা দিয়ে শিশুকন্যাকে হত্যা, ব্লেড গিলে বাবার আত্মহত্যার চেষ্টা

গাজীপুর: গাজীপুরে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে শিশুকন্যাকে হত্যার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে।  

শনিবার (২১ জানুয়ারি) গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন সবুজ কানন এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত শিশু তামান্না আক্তার (৮) দিনাজপুরের নবাবগঞ্জ থানার নন্দনপুর এলাকার মো. তরিকুল ইসলামের মেয়ে।

কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ আল রেজা বাংলানিউজকে জানান, কাশিমপুর থানাধীন সবুজ কানন এলাকায় আজিজ মিয়ার বাসায় ভাড়া থাকেন তামান্না আক্তারের বাবা-মা। সেখানে থেকে তারা পোশাক কারখানায় চাকরি করতেন। তামান্না চলতি মাসে গ্রাম থেকে তাদের ভাড়া বাসায় আসে। দুপুরে তাদের ভাড়া বাসার কক্ষে তরিকুল তার মেয়ে তামান্নাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। মেয়েকে হত্যার পর তরিকুলও ব্লেড গিলে আত্মহত্যার চেষ্টা করেন। পরে খবর পেয়ে পুলিশ তরিকুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। কি কারণে এমন ঘটনা ঘটিয়েছে তার বিস্তারিত জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এসআই রেজা।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩ 
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।