ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নর্দান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, সড়ক অবরোধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
নর্দান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, সড়ক অবরোধ

ঢাকা: রাজধানীর ভাটারা এলাকায় ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের ধাক্কায় বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে শিক্ষার্থীরা এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।

রোববার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর কাওলা এলাকার ব্রিজের নিচে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় ওই এলাকায় যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক মিয়া জানান, দুপুরে রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের ধাক্কায় নর্দান ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাদিয়ার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে বিকেল থেকে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা কাওলা ব্রিজ এলাকায় রাস্তায় যান চলাচল বন্ধ করে নাদিয়ার মৃত্যুর ব্যাপারে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন।

তবে পরবর্তীতে শিক্ষার্থীদের আরও কোনো কর্মসূচি আছে কিনা সে বিষয়ে কিছু জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।

রোববার দুপুর পৌনে ১টায় ভাটারা এলাকায় ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের ধাক্কায় নাদিয়া নামে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। তিনি বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন:
বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ হারান নাদিয়া
ভাটারায় বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ছাত্রী নিহত

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।