ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে সাত মাদককারবারির আত্মসমর্পণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
সৈয়দপুরে সাত মাদককারবারির আত্মসমর্পণ

নীলফামারী: আর মাদক বিক্রি করবে না- এমন শপথ নিয়ে পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন নীলফামারীর সৈয়দপুরে সাত মাদককারবারি।  

বুধবার বিকেলে (২৫ জানুয়ারি) সৈয়দপুর থানা পুলিশের আয়োজনে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাটে ওপেন হাউজডে অনুষ্ঠানে ওইসব মাদককারবারিরা উপস্থিত হয়ে এমন ঘোষণা দেন।

মাদককারবারিরা হলেন- ওই ইউনিয়নের রায়পাড়ার মৃত জহিন রায়ের ছেলে শ্রী মণ্ডল রায় (৩২), মৃত খগেন যুথীর ছেলে ফনি রায় ওরফে সমবারু (৪৫), কুমারগারীর সেকেন্দার আলী (৫০), বাবু মিয়া (৫৫), তসলিম উদ্দিনের ছেলে আব্দুল লতিফ (৪৫), পাকাধরার মৃত আতাউর রহমানের ছেলে আব্দুল খালেক (৩৫) ও হাজারীহাটের মৃত লোকমান হোসেনের ছেলে ছানারুল ইসলাম (৪৫)।

অনুষ্ঠানে উপস্থিত নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) মোহাম্মদ সারোয়ার আলম  জানান, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নির্দেশে মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। এ কারণে অত্র অনুষ্ঠানে ওই ইউনিয়নের সাত মাদককারবারি আত্মসমর্পণ করে।  

তিনি আরও জানান, উপস্থিত পুলিশ কর্মকর্তারা এবং স্থানীয় নেতারা আত্মসমর্পণকারী মাদককারবারিদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন মর্মে আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান লাঞ্চু হাসান চৌধুরী, অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, কাশিরাম বেলপুকুর ইউনিয়নের বিট অফিসার সাব-ইন্সপেক্টর আহসানুল আমিন, ইউপি সদস্যবৃন্দ এবং এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।