ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নোয়াখালীতে মহাত্মা গান্ধীর ৭৫তম প্রয়াণ দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
নোয়াখালীতে মহাত্মা গান্ধীর ৭৫তম প্রয়াণ দিবস পালিত নোয়াখালীতে মহাত্মা গান্ধীর ৭৫তম প্রয়াণ দিবস পালিত

নোয়াখালী: আজ (৩০ জানুয়ারি) অহিংস নীতির পুরোধা মহাত্মা গান্ধীর ৭৫তম তিরোধান দিবস। এ উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে নোয়াখালী গান্ধী আশ্রমে দিনটি পালিত হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে সোনাইমুড়ী উপজেলার জয়াগস্থ গান্ধী আশ্রম ট্রাস্ট প্রধান কার্যালয় ক্যাম্পাসে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গান্ধী আশ্রম ট্রাস্টের নির্বাহী পরিচালক রাহা নব কুমারের সঞ্চালনায় ও ট্রাস্টি বোর্ডের সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশন প্রণয় কুমার ভার্মা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টোর আপিল বিভাগের বিচারপতি (অব.) এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, নোয়াখালী-০১ আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বর্তমান বিশ্বে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় মহাত্মা গান্ধীর অহিংসনীতির প্রাসঙ্গিকতা তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।