ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাতের আগুনে ঘরসহ পুড়লেন বৃদ্ধাও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
রাতের আগুনে ঘরসহ পুড়লেন বৃদ্ধাও

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে আগুনে দগ্ধ হয়ে রাবিয়া খাতুন নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আগুনে তার শরীর সম্পূর্ণ পুড়ে যায়।

সোমবার (৩০ জানুয়ারি) দিনগত গভীর রাতে উপজেলার মালিয়াট ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত বৃদ্ধা রাবিয়া খাতুন মনোহরপুর গ্রামের মৃত ফকির বিশ্বাসের স্ত্রী।

জানা যায়, প্রতিদিনের মতো সোমবার (৩০ জানুয়ারি) রাতেও একাই নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন বৃদ্ধা। গভীর রাতে তার ঘরে আগুন ধরে যায়। আগুনে তার বাঁশের বেড়া দিয়ে তৈরি দুই রুমের ঘরটি সম্পূর্ণ ভস্মিভূত হয়। পরে প্রতিবেশীরা টের পেয়ে এসে ফায়ার সার্ভিসে খবর দেন।

স্থানীয় ইউপি মেম্বার ইশারত আলী মন্ডল জানান, ঘটনার রাতে বৃদ্ধা একাই ঘরে ছিলেন। কীভাবে আগুন লেগেছে, তা কেউ বলতে পারছে না। আমরা টের পেয়ে গিয়ে দেখি সম্পূর্ণ ঘর ভস্মিভূত হয়ে গেছে। সঙ্গে বৃদ্ধা রাবিয়া বেগমও দগ্ধ হয়ে কয়লা হয়ে গেছেন।  

কালীগঞ্জ ফায়র সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুনে দগ্ধ মরদেহটি বের করি।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।