ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

বাংলাদেশে মানবাধিকার হাইকমিশনের অফিস স্থাপনে সমঝোতা সই 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৫, জুলাই ১৮, ২০২৫
বাংলাদেশে মানবাধিকার হাইকমিশনের অফিস স্থাপনে সমঝোতা সই  জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

ঢাকা: ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের অফিস স্থাপনে বাংলাদেশ সরকারের সঙ্গে সংস্থাটির চুক্তি সই হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) এই সমঝোতা স্মারক সই হয়।

জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের অফিস জানিয়েছে, বাংলাদেশ সরকারের পক্ষে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ও জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন।

সমঝোতা স্মারক অনুযায়ী ঢাকায় তিন বছর জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের অফিস স্থাপন করা হবে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে দেশের মানবাধিকারের প্রতি অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠানো হয়েছে, যা উত্তরণের ভিত্তিপ্রস্তর হিসেবে কাজ করে।

এটি আমার অফিসকে আমাদের তথ্য-অনুসন্ধান প্রতিবেদনে প্রদত্ত সুপারিশ বাস্তবায়নে আরও ভালোভাবে সহায়তা করতে সক্ষম করবে। পাশাপাশি বাংলাদেশ যে মৌলিক সংস্কারগুলোতে এগিয়ে নিচ্ছে তাতে আমাদের দক্ষতা এবং সহায়তার মাধ্যমে সরকার, নাগরিক সমাজ এবং অন্যান্যদের সঙ্গে সরাসরি মাঠে জড়িত হতে সক্ষম করবে।

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের অফিস জানায়, ঢাকার নতুন মিশনটি দেশের জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে কর্তৃপক্ষকে প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা দেবে। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের কর্মীদের সক্ষমতা বাড়ানোর কাজ করবে।

এদিকে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন খোলার বিষয়ে রাজনৈতিক মহলে নানা বিতর্ক তৈরি হয়েছিল। অনেক রাজনৈতিক দল আপত্তিও জানিয়েছিল। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এখানে অফিস খোলা হলে বাংলাদেশের মানবাধিকার আরও সুরক্ষিত হবে।

উল্লেখ্য, গত ১০ জুলাই ঢাকায় তিন বছরের জন্য জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের একটি অফিস স্থাপনের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এর আগে গত ২৯ জুন উপদেষ্টা পরিষদ জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের একটি অফিস ঢাকায় স্থাপনের প্রস্তাবের বিষয়ে নীতিগত অনুমোদন দেয়।

টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।