ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে বসুন্ধরা এমডির জন্মদিন উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
বরিশালে বসুন্ধরা এমডির জন্মদিন উদযাপন

বরিশাল: বরিশালে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের জন্মদিন উদযাপন করেছেন বরিশাল অঞ্চলের সিমেন্ট খাত সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোডস্থ বসুন্ধরা সিমেন্টের জোনাল অফিসে উৎসবমুখর পরিবেশে জন্মদিনের কেক কাটা হয়।

এ সময় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পশ্চিম বগুরা জামে মসজিদের সানি ঈমাম মো. ফয়েজুল্লাহ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টের পরিবেশক নিউ হোপ ট্রেডার্সের প্রোপাইটার নজরুল ইসলাম, নিউ হাসিনা এন্টারপ্রাইজের প্রোপাইটর এবং বরিশাল সিমেন্ট ও লৌহজাত দ্রব‌্য ব‌্যবসায়ী কলণ সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা, কিং ব্রান্ড সিমেন্টের পরিবেশক হাওলাদার আয়রন স্টোরের প্রোপাইটার মো. জাহাঙ্গীর হাওলাদার, গাজী এন্টারপ্রাইজের প্রোপাইটার মহিউদ্দিন গাজী প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টের ডেপুটি ম‌্যানেজার মো. হাফিজুল ইসলাম, এরিয়া সেলস ম‌্যানেজার কে এম শহীদুল ইসলাম, পিরোজপুরের এরিয়া সেলস ম‌্যানেজার শ‌্যামল বেপারী, পটুয়াখালীর এরিয়া সেলস ম‌্যানেজার খান মো. আব্দুল কাইয়ুম, বরিশাল সদর টেরিটরি সেলস ম‌্যানেজার মো. জামির হোসেন, ঝালকাঠি সদর টেরিটরি সেলস ম‌্যানেজার মেহেদী হাসান মাসুদ, পিরোজপুর সদর টেরিটরি সেলস ম‌্যানেজার মিজানুর ইসলাম, গৌরনদীর টেরিটরির অ্যাসিস্ট‌্যান্ট সেলস এক্সিকিউটিভ মো. জাহাঙ্গীর আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন কিং ব্রান্ড সিমেন্ট বরিশালের এরিয়া সেলস ম‌্যানেজার মিরাজুল ইসলাম মজুমদার, ঝালকাঠি সদরের টেরিটরি সেলস ম‌্যানেজার নিয়াজ মোর্শেদ, বরগুনা সদরের টেরিটরি সেলস এক্সিকিউটিভ মো. জসীম উদ্দীন, ভোলা সদরের টেরিটরি সেলস এক্সিকিউটিভ মো. হজরত আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের ব‌্যুরো প্রধান রফিকুল ইসলাম, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের স্টাফ করেসপন্ডেন্ট মুশফিক সৌরভ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।