ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ২৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
নারায়ণগঞ্জে ২৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ২৫ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

আটকরা হলেন- সহ রাব্বি (২২), মহসিন হাওলাদার (২২), আমিনুল ইসলাম (৩৯), মোহাম্মদ শেখ ফরিদ (৩৭), (প্রাইভেটকার চালক)।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, র‍্যাব-১১ এর সিপিসি ১ এর কোম্পানি কমান্ডার এ কে এম মুনিরুল আলম।  

তিনি জানান, সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা ২৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দসহ ৪ জনকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৩
এমআরপি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।