ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নদী ভাঙন আতঙ্কে অর্ধশত পরিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
নদী ভাঙন আতঙ্কে অর্ধশত পরিবার

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের মিয়ারচর গ্রামের অর্ধশত পরিবার নদী ভাঙনের হুমকিতে রয়েছে। নদীপাড়ের একাধিক বাসিন্দারা জানান, গত কয়েক মাস যাবত আড়িয়াল খাঁ নদের মিয়ারচর লঞ্চঘাটসহ আশপাশের তিন কিলোমিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে।

নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন নদীপাড়ের বাসিন্দারা।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. রত্তন বেপারী জানান, আড়িয়াল খাঁ নদের ভাঙনে ইতোমধ্যে মিয়ারচর এলাকার অনেক বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে নদীপাড়ের অর্ধশত পরিবার ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে। আগামী বর্ষা মৌসুমে এ ভাঙন আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সরিকল ইউনিয়ন চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা বলেন, নদী ভাঙনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, সরেজমিন পরিদর্শন করে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৩
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।