ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

শতকোটি টাকার গার্মেন্টস পণ্য চুরি চক্রের হোতাসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
শতকোটি টাকার গার্মেন্টস পণ্য চুরি চক্রের হোতাসহ আটক ৪ প্রতীকী ছবি

ঢাকা: দুই সহস্রাধিক কাভার্ড ভ্যান থেকে শত কোটি টাকার রপ্তানিযোগ্য গার্মেন্টস পণ্য চুরি চক্রের গডফাদার শাহেদ ওরফে সাঈদ ওরফে বদ্দাসহ চার সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) মৌলভীবাজার, গোপালগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যাণ্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, বহুল আলোচিত ব্রাজিলে রপ্তানিকৃত গার্মেন্টস পণ্য চুরিসহ বিগত প্রায় দেড় যুগ ধরে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির সময় পণ্য চুরি করেছে চক্রটি। এ সময়ে অন্তত দুই সহস্রাধিক কাভার্ড ভ্যান থেকে শত কোটি টাকার রপ্তানিযোগ্য গার্মেন্টস পণ্য চুরি করা সংঘবদ্ধ চক্রের হোতাসহ চার সদস্যকে আটক করা হয়েছে।

তিনি বলেন, তাদের কাছ থেকে একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৩
পিএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।