ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

নদীতে গোসল, ঘরে ফেরা হলো না হাসানের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
নদীতে গোসল, ঘরে ফেরা হলো না হাসানের

কুষ্টিয়া: কুষ্টিয়ার গড়াই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে হাসান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে শহরের মঙ্গলবাড়ীয়া এলাকার গড়াই নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান সদর উপজেলার বটতৈল এলাকার রাশিদুল ইসলামের ছেলে। সে শহরতলীর কমলাপুর এলাকার ওয়াজেদ আলী নূরানী হাফেজিয়া মাদরাসার হেফজ শাখার আবাসিক ছাত্র ছিল।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জানে আলম জানান, দুপুর ১২টার দিকে হাসান তার কয়েকজন বন্ধুকে নিয়ে উক্ত এলাকার গড়াই নদীতে গোসল করতে নামে। তারা সবাই সাঁতার জানতো। তবে তাদের মধ্যে হাসান পানিতে ডুবে গেলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে সেখানে স্থানীয় ডুবুরি দিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। সেই সঙ্গে খুলনায় ডুবুরী দলকে খবর দেওয়া হয়। পরে বিকেল ৪টার দিকে স্থানীয় ডুবুরীরা পানি থেকে হাসানের মরদেহ উদ্ধার করেন।

বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।