ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে ২ ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০০, ফেব্রুয়ারি ৪, ২০২৩
ঝালকাঠিতে ২ ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে দুই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সিয়াম (৬) নামে নুরানী মাদরাসার এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাই ১০ মাস বয়সী ইসমাইল আহত হয়েছে।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে গালুয়া এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

নিহত সিয়াম গালুয়ার বাসিন্দা আল আমিনের ছেলে ও ওই গ্রামের শাহাবুদ্দিন নুরানী মাদরাসার ছাত্র।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মা ও দাদির সঙ্গে সিয়াম ও ইসমাইল অসুস্থ আত্মীয়কে দেখতে গালুয়া থেকে ইজিবাইকে রাজাপুরে যাচ্ছিল। পথে বেপরোয়া গতির অপর একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে তাদের ইজিবাইকটি উল্টে যায়। এতে দুই শিশু ছিটকে পড়ে মুখে আঘাত প্রায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্র নিয়ে এলে চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, ঘটনার পর ইজিবাইকের চালক পালিয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।