ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আদাবরে কিশোরী নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
আদাবরে কিশোরী নিখোঁজ

ঢাকা: রাজধানীর আদাবর থানা এলাকা থেকে ফাগ্লুনী হোসেন তীমা (১৫) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। গত ৩১ জানুয়ারি নিজ বাসা থেকে বেরিয়ে সে আর ফিরে আসেনি।

এ ঘটনায় আদাবর থানায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আদাবর থানা সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে তীমা আদাবরের মনসুরাবাদ এলাকার নিজ বাসা (নং ৪৩) থেকে কাউকে কিছু না বলে চলে যায়।

বাসায় না ফেরায় সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে তার পরিবার। মেয়েকে কোথাও খুঁজে না পেয়ে গত ২ ফেব্রুয়ারি আদাবর থানায় জিডি করেন তীমার মা নাছিমা হোসেন।

নিখোঁজ তীমার গায়ের রং ফর্সা ও উচ্চতা ৫ ফুট। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল ছাই রঙের থ্রি-পিস। তার সন্ধান পেলে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ফোন নম্বরে (০১৩২০-০৪০৮৮৬) যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৩
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।