লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলেদের জালে প্রায় ১৬০ কেজি ওজনের একটি ‘শাপলা পাতা’ মাছ ধরা পড়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জেলেরা মাছটি উপজেলার মতিরহাট মাছ ঘাটে নিয়ে আসা হয়।
জেলেরা জানান, জোয়ারের সময় বঙ্গোপসাগর থেকে মাছটি নদীতে ভেসে আসে। এতো বড় হাউস এর আগে এ অঞ্চলের জেলেদরে জালে ধরা পড়েনি। মাছটি দেখতে উৎসুক লোকজন ঘাটে ভিড় করেন।
মাছ ব্যবসায়ী ছিদ্দিক বেপারী জানান, উপজেলার মোল্লা বাড়ির জেলে হাকিম মোল্লার জালে শাপলা মাছ ধরা পড়ে। পরে মাছটি সাড়ে ২৮ হাজার টাকায় কিনে নেই। মাছটি ভালো দামে বিক্রির জন্য ঢাকায় পাঠানো হবে।
লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, বাজারে শাপলা মাছের চাহিদা রয়েছে। সামুদ্রিক এই মাছটিকে স্থানীয়ভাবে হাউস মাছ বলা হলেও এর নাম স্টিং রে ফিস। তবে এটি শাপলা পাতা মাছ নামেই বেশি পরিচিত।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৩
এসআরএস