ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় আগুনে ১০ দোকান পুড়ে ছাই 

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
হাতিয়ায় আগুনে ১০ দোকান পুড়ে ছাই 

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার উত্তর উপকূলের চানন্দী ইউনিয়নে আগুনে ১০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার দিকে ওই ইউনিয়নের নলেরচর বাংলা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে চানন্দী ইউনিয়নের বাংলা বাজারে রহমানের মুদি ও চায়ের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১০ দোকান পুড়ে ছাই হয়ে যায়।

সূবর্ণচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুন নবী জানান, খবর পেয়ে আমাদের ১টি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশে তাৎক্ষণিক রওয়ানা হয়েছে। কিছুক্ষণ পর আমাদের জানানো হয় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রন করেছে। এজন্য আমরা ঘটনাস্থলে যাইনি।  

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে চানন্দী ইউনিয়নের বাংলা বাজারের রহমানের মুদি ও চায়ের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এতে ১০ দোকান পুড়ে ছাই হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।