ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘ইসলামের জন্য প্রধানমন্ত্রীই কাজ করে যাচ্ছেন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
‘ইসলামের জন্য প্রধানমন্ত্রীই কাজ করে যাচ্ছেন’

মাদারীপুর: জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ধর্ম নিয়ে অনেক ষড়যন্ত্র হয়। কিন্তু ইসলামের জন্য একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই কাজ করে যাচ্ছেন।

তিনিই এদেশে ১০ লাখ রোহিঙ্গা মুসলিমকে আশ্রয় দিয়েছেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে শিবচরের কাঁঠালবাড়ী সিনিয়র আলিম মাদরাসার চারতলা ভবন উদ্বোধন শেষে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেছিলেন। বিশ্বে অনেক ধনী মুসলিম দেশ বিলাসী জীবনযাপন করলেও ১০ লাখ রোহিঙ্গা মুসলমানকে একমাত্র শেখ হাসিনাই আশ্রয় দিয়েছেন। বিশ্বের ধনী দেশগুলো ইচ্ছে করলে এ ১০ লাখ রোহিঙ্গা মুসলিমদের মধ্যে থেকে কিছু অংশ মুসলিমদের তাদের দেশে আশ্রয় দিতে পারতো। কিন্তু দেয়নি। আমাদের ছোট একটি দেশ তারপরও কিন্তু প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। মুসলমানদের জন্য এত বড় কাজ কিন্তু আর কোনো সরকার করার সাহস করেনি।

তিনি বলেন,রোহিঙ্গাদের প্রতিদিন খাওয়াতে হচ্ছে, ওষুধ দিতে হচ্ছে, তাদের নিরাপত্তাসহ সব সুযোগ সুবিধা কিন্তু দিতে হচ্ছে। তাই ধর্ম নিয়ে অনেক সরকারই কথা বলেছে। তবে শেখ হাসিনা যেটা করেছেন, বঙ্গবন্ধু যেটা করেছেন, সেটা কিন্তু অন্য কেউ করতে পারেনি।

চিফ হুইপ আরও বলেন, শিবচরের ভৌগলিক গুরুত্ব বেড়ে গেছে এ পদ্মাসেতুর কারণে। এখানে শুরু হয়েছে অনেক মেগা প্রকল্প। পদ্মাপাড়ের কাঁঠালবাড়ীতে আন্তর্জাতিক মানের বঙ্গবন্ধু কনভেনশন সেন্টার নির্মাণ করা হবে। এটি হবে এশিয়ার সর্ববৃহৎ কনভেনশন সেন্টার। এখানে দেশ বিদেশ থেকে মানুষ আসবে। এখানে আন্তজার্তিক মেলা হবে। দেশি বিদেশি ইভেন্ট,মিটিং হবে নিয়মিত।

এ সময় মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আ. লতিফ মোল্লা, পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি  মো. শাজাহান  মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পরে চিফ হুইপ কাঁঠালবাড়ি উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন, চরচান্দ্রা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।