ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নিতেন তারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নিতেন তারা

নওগাঁ: নওগাঁর বদলগাছী থেকে প্রতারক চক্রের হোতাসহ তিন জনকে আটক করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। গ্রেফতাররা সামজসেবা অফিসে চাকরির প্রলোভন দেখিয়ে ও ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নিতেন বলে জানায় র‌্যাব।

রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এর আগে শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভানদারপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বদলগাছী উপজেলার কেশাইল গ্রামের আমজাদ হোসেনের ছেলে নাজমুল হক (২৮), জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার নীচা বাজার (ফকিরপাড়া) গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে জামাল উদ্দিন (৬০) ও একই উপজেলার পশ্চিম আমট্ট গ্রামের মৃত মুখফুর সরদারের ছেলে সালাম সরদার (৫৬)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সাল থেকে আটকরা একটি প্রতারক সিন্ডিকেট হিসেবে কাজ করছিল। এর মধ্যে নাজমুল হক হোতা আর জামাল উদ্দিন ও সালাম সরদার তার সহকারী হিসেবে জাল দলিল তৈরি ও টাকা আদায়ের কাজ করতেন। ২০২২ সালে নাজমুল চাকরি দেওয়ার নাম করে ভিকটিম শহিদুল ইসলামের কাছ থেকে ১০ লাখ টাকা নেন। পরে জামাল উদ্দিনের মাধ্যমে মিথ্যা নিয়োগপত্র দেন। পরবর্তীতে জয়পুরহাট জেলার আক্কেলপুর সমাজসেবা অফিসে ওই চাকরিতে যোগ দিতে গেলে তিনি ভুয়া নিয়োগপত্রের কথা জানতে পারেন। এরপর ভুক্তভোগী বাদী হয়ে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে অভিযোগ করলে র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে জাল কাগজপত্রসহ ওই সিন্ডিকেটকে আটক করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক নাজমুল হক সমাজসেবা অফিসের পিয়নের চাকরি করতেন। পরে অবসরে গিয়ে সেই সুযোগ কাজে লাগিয়ে চাকরির নিরাপত্তার মিথ্যা আশ্বাস ও সমাজসেবা অফিসের ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন।  

আটকদের বিরুদ্ধে বদলগাছী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‍্যাব।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।