ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

১ মার্চ থেকে বন্ধ হবে কালোবাজারি

রেল-টিকিটের সঙ্গে এনআইডির তথ্য না মিললে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
রেল-টিকিটের সঙ্গে এনআইডির তথ্য না মিললে জরিমানা বক্তব্য রাখছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন

ঢাকা: বাংলাদেশ রেলওয়ে যাত্রীদের বড় অভিযোগ কালোবাজারিদের জন্য টিকেট পাওয়া যায় না। রেলের টিকিট মিলে কালোবাজারিদের কাছে।

এজন্য একজনের টিকিট যেন অন্য যাত্রী ব্যবহার করতে না পারেন সেজন্য জাতীয় পরিচয় পত্রের (এনআইডি) মাধ্যমে টিকিট কাটতে হবে। এছাড়া টিকিট বহনকারী যাত্রীর সঙ্গে তার এনআইডি না মিললে বিনা টিকেটে যাতায়ত করছেন বলে অভিযুক্ত করে তাকে জরিমানার মুখোমুখি হতে হবে। আগামী ১ মার্চ থেকে বাংলাদেশ রেলওয়ে এ সিদ্ধান্ত কার্যকর করবে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ‘রেল ভবনে’ রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

রেলমন্ত্রী সুজন বলেন, টিকেট কালোবাজারী ও বিনা টিকেটে ভ্রমণ বন্ধ করতে বাংলাদেশ রেলওয়ে টিকেটিং ব্যবস্থায় তিনটি সেবা অন্তর্ভুক্ত করতে যাচ্ছে ১ মার্চ ২০২৩ তারিখ থেকে কার্যকর হবে (১) এনআইডি যাচাইয়ের মাধ্যমে রেলওয়ের আন্তঃনগর ট্রেনের টিকেটিং ব্যবস্থা (২) পস (Point of Sales) মেশিনের প্রবর্তন এবং (৩) অনলাইনের মাধ্যমে কেনা টিকিট অনলাইনে ফেরতের ব্যবস্থা করা।

টিকেট কাটতে যে নিয়ম মানতে হবে:

১) ১২-১৮ বছর বয়সী যাত্রীদের মা-বাবার এনআইডি দিয়ে টিকিট কাটতে হবে।
 
 ২। বিদেশিরা পাসপোর্ট নম্বর দিয়ে ও পাসপোর্টের ছবি আপলোড করার মাধ্যমে নিবন্ধন করবেন।

৩। সফলভাবে এনআইডি/পাসপোর্ট/জন্মনিবন্ধন যাচাই পূর্বক নিবন্ধন ছাড়া কোনো যাত্রী আন্তঃনগর ট্রেনের টিকিট কিনতে পারবেন না।

৪। ভ্রমণকালে প্রত্যেক যাত্রীকে অবশ্যই নিজস্ব এনআইডি বা জন্মনিবন্ধন সনদের ফটোকপি অথবা পাসপোর্ট/ছবি সম্বলিত আইডি কার্ড সঙ্গে রাখতে হবে।

এর ফলে পরিচয়পত্রের সঙ্গে টিকিটের উপরে মুদ্রিত যাত্রীর তথ্য না মিললে তাকে বিনা টিকেট ভ্রমণের দায়ে অভিযুক্ত করা হবে।

তারপর বাংলাদেশ রেলওয়ের প্রচলিত আইন অনুযায়ী টিটিইরা বিনা টিকিটের যাত্রীদের জরিমানা করতে পারবেন।

একই সঙ্গে যাত্রীরা অনলাইনের মাধ্যমে টিকিট ফের দিতে পারবেন ঘরে বসেই।

এক্ষেত্রে একজন যাত্রীকে রেল সেবা অ্যাপ বা রেলওয়ের টিকেটিং ওয়েব পোর্টালে ঢুকে নিজস্ব আইডি দিয়ে টিকিট রিফান্ড অপশনে গিয়ে এ সংক্রান্ত  তথ্যাদি দিতে হবে। পরবর্তীতে রেলওয়ের টিকেটিং সিস্টেম থেকে তথ্যাদি যাচাই করে তথ্য সঠিক পাওয়া গেলে যাত্রীদের আন্তঃনগর ট্রেনের টিকেট ফেরত দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩১৯, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩  
এনবি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।