ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘বীর নিবাস’ পেলেন জাজিরার ২৮ বীর মুক্তিযোদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
‘বীর নিবাস’ পেলেন জাজিরার ২৮ বীর মুক্তিযোদ্ধা

শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরা উপজেলার ২৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার পেয়েছেন ‘বীর নিবাস’।  

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জাজিরা উপজেলা পরিষদের মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা পরিবারগুলোর কাছে বীর নিবাসের চাবি হস্তান্তর করা হয়।

 

এদিন সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সারা দেশে একযোগে ভার্চ্যুয়ালি ‘বীর নিবাস’ হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। এর মধ্যে জাজিরার ২৮টি পরিবারকে দেওয়া বীর নিবাসও ছিল।

এ সময় উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাইলাতুল হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামসহ বীর নিবাস পাওয়া বীর মুক্তিযোদ্ধারা।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে জাজিরা ইউএনও মো. কামরুল হাসান সোহেল বিলাসপুরের শফিক কাজীর মোড়ে বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলামের ঘরের ফিতা কেটে উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।