ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাংবাদিক বিভুরঞ্জনের খোঁজ মিলছে না, বাসা থেকে বেরিয়েছিলেন মোবাইল-ট্যাব রেখে

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৭, আগস্ট ২২, ২০২৫
সাংবাদিক বিভুরঞ্জনের খোঁজ মিলছে না, বাসা থেকে বেরিয়েছিলেন মোবাইল-ট্যাব রেখে বিভুরঞ্জন সরকার

ঢাকা: দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক বিভুরঞ্জন সরকারের (৭১) খোঁজ মিলছে না। এ ঘটনায় তার পরিবার রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

পরিবার জানায়, তিনি গত ১৬ আগস্ট থেকে সাত দিনের ছুটিতে ছিলেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে মোবাইল ফোন ও ট্যাব বাসায় রেখে বের হন তিনি। এরপর আর ফেরেননি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে ছেলে ঋত সরকার রমনা থানায় জিডি করেন। জিডিতে উল্লেখ করা হয়, সকাল ১০টার দিকে তার বাবা সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসে যাওয়ার কথা বলে বের হন। তবে আজকের পত্রিকার অফিসে খোঁজ নিয়ে জানা যায়, তিনি সেদিন অফিসেও যাননি।

জিডির তদন্ত কর্মকর্তা রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) অরূপ তালুকদার বাংলানিউজকে বলেন, সাংবাদিক বিভুরঞ্জন সরকারের নিখোঁজের বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

এমএমআই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ