ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৭ অক্টোবর ২০২৫, ১৪ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ঘুষ নেওয়ার অভিযোগে রাজস্ব কর্মকর্তা শামীমাসহ ২ জনের নামে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৬, অক্টোবর ৭, ২০২৫
ঘুষ নেওয়ার অভিযোগে রাজস্ব কর্মকর্তা শামীমাসহ ২ জনের নামে মামলা দুদক

দুই লাখ ৭৬ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগে রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারসহ দুইজনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৭ অক্টোবর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, পাবলিক সার্ভেন্ট হয়ে অর্পিত ক্ষমতার অপব্যবহার করে সিঅ্যান্ডএফ এজেন্টদের শুল্কায়নে অবৈধ সুবিধা দেওয়ার উদ্দেশ্যে জব্দ করা দুই লাখ ৭৬ হাজার টাকাসহ বিভিন্ন বিভিন্ন সময় ঘুষগ্রহণ করে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৬১/১৬২/১৬৩/১৬৪ ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় এবং এনজিও কর্মী (২) আসামি হাসিবুর রহমান তাকে ঘুষ গ্রহণে সহায়তা করে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৬২/১৬৩/১৬৫(ক) ধারায় অর্থাৎ তারা উভয়ে পরস্পর যোগসাজসে ১৬১/১৬২/১৬৩/১৬৪/১৬৫(ক)/১০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করার তাদের বিরুদ্ধে বর্ণিত ধারায় একটি মামলা রুজু করা হয়।

ঘটনার বিবরণ এই যে, অভিযোগের ভিত্তিত দুর্নীতি দমন কমিশনের অনুমোদন সাপেক্ষে ০৬/১০/২০২৫ খ্রি. তারিখ অভিযান পরিচালনাকালে দুদক টিমের সদস্যরা কর্তৃক ছদ্মবেশে কাস্টমস হাউজ বেনাপোল, যশোরের আশপাশে অবস্থান করে অভিযোগ বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। আসামী শামীমা আক্তার কাস্টমস হাউস, বেনাপোল, যশোরের এসেসমেন্ট গ্রুপ-৬ এর রাজস্ব কর্মকর্তা।  

অভিযানকালে এনফোর্সমেন্ট টিমের নিকট তথ্য আসে যে, কাস্টমস হাউস, বেনাপোল, যশোরের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারের ঘুষের টাকা হাসিবুর রহমান (২৭) নামীয় ব্যক্তি (এনজিও কর্মী) নিয়মিত সংগ্রহ করেন। এসেসমেন্ট গ্রুপ ৬ এ গুরুত্বপূর্ণ মোটর পার্টস আমদানির শুল্কায়ন সম্পন্ন হয়। শুল্কায়নের সময় রাজস্ব কর্মকর্তা আসামি শামীমা আক্তার কর্তৃক বিভিন্ন সময়ে সিঅ্যান্ডএফ এজেন্টদের কাছে দাবিকৃত ঘুষের টাকা আসামি হাসিবুর রহমান নামীয় ব্যক্তি নিয়মিত সংগ্রহ করেন। হাসিবুর রহমান (২৭) রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারের পক্ষে ঘুষের টাকা সংগ্রহপূর্বক কাস্টমস হাউস, বেনাপোল, যশোরের গেইটের বিপরীত পাশে অবস্থিত সুরুজ মিয়ার বিকাশের দোকানে গচ্ছিত রাখেন। পরে সুবিধামতো সময়ে হাসিবুর রহমানের মাধ্যমে রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার সুরুজের দোকান থেকে ঘুষের টাকা সংগ্রহ করেন। আসামি হাসিবুর রহমান (২৭) কর্তৃক সিঅ্যান্ডএফ এজেন্টদের কাছ থেকে আদায়কৃত ঘুষের ২ লাখ ৭৬ হাজার টাকা রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারের হাতে দেওয়ার জন্য প্রস্তুতি নেন। ঘুষের টাকা প্রদানের লক্ষ্যে হাসিবুর রহমান কাস্টমস হাউসের গেটের কাছে এলে দুদক টিম হাসিবুর রহমানকে ২ লাখ ৭৬ হাজার টাকাসহ সোমবার গ্রেপ্তার করা হয় এবং বেনাপোল পোর্ট থানায় ওসি বরাবর সোপার্দ করা হয়।  

ওই টাকাসহ হাসিবুর রহমানকে রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারের কক্ষে নিয়ে যাওয়া হয়। শামীমা আক্তারকে ওই টাকা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি জানান যে, হাসিবুর রহমানের সাথে তার নিয়মিত যোগাযোগ হয় এবং হাসিবুর রহমানকে টাকা তার দপ্তরে আনতে বলেছেন। পরবর্তীতে টিম কর্তৃক হাসিবুর রহমানের কাছ থেকে উদ্ধার করা দুই লাখ ৭৬ হাজার টাকা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আজ যশোর থেকে মামলার এজাহারভুক্ত আসামি রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ