ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাংলাদেশের উন্নয়ন দেখে বিশ্ববাসী অবাক: সমাজকল্যাণ মন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
বাংলাদেশের উন্নয়ন দেখে বিশ্ববাসী অবাক: সমাজকল্যাণ মন্ত্রী

লালমনিরহাট: সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন দেখে বিশ্ববাসী অবাক তাকিয়ে আছে। আওয়ামী লীগ সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি বিসিক এলাকায় গ্রামীণ সড়ক উন্নয়ন হেরিংবোন বন্ড প্রকল্পের কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি বাম তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজ শুরু করেছে সরকার। যেখানে যা প্রয়োজন তাই বাস্তবায়ন করেছে সরকার।

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, সামাজিক নিরাপত্তাবেষ্টনী প্রকল্পের মাধ্যমে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতাও শতভাগ করা হয়েছে। কৃষকদের চাহিদা বিবেচনায় রেখে সার বীজ কীটনাশক হাতের নাগালে পৌঁছে দিয়েছে সরকার। বিএনপি জামায়াতের সময় সার ও বিদ্যুতের অভাবে কৃষি উৎপাদন ব্যাহত হয়েছিল। বিদ্যুৎ আর সারের জন্য কৃষকদের জীবন দিতে হয়েছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। সারের জন্য কৃষকদের লাইনেও দাড়াতে হয় না।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জি আর সারোয়ার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক রফিকুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মফিজুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোক্তারুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মনসুর আলী, সাপ্টিবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুস সোহরাব, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান নান্নু প্রমুখ।

সমাজকল্যাণ মন্ত্রী একদিনের সফরে শুক্রবার সকালে নিজ নির্বাচনী এলাকা কালীগঞ্জ আদিতমারীতে গিছেন। এ সময় কৃষকদের সবজি হিমাগার, বীর নিবাসের চাবি হস্তান্তর, শিক্ষা প্রতিষ্ঠানে ব্রেঞ্চ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। এরপর রাতেই ঢাকা উদ্দেশে লালমনিরহাট ত্যাগ করেন মন্ত্রী।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।