ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অবৈধ ওয়াকিটকি সেট বিক্রির হোতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
অবৈধ ওয়াকিটকি সেট বিক্রির হোতা গ্রেফতার

ঢাকা: বিটিআরসির অনুমোদনহীন অবৈধ ওয়াকিটকি সেট বিক্রয় চক্রের মূলহোতা মোহাম্মদ আলী খাঁনকে (৩৫) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডি থানার সাত মসজিদ রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ২টি ওয়াকিটকি সেট, ২ টি ব্যাটারি, ২টি চার্জার এবং ২টি এন্টেনা জব্দ করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, আটক মোহাম্মদ আলী খাঁন দীর্ঘদিন ধরে বিটিআরসির অনুমোদনহীন অবৈধ ওয়াকিটকি সেট বিক্রি করতেন। বৈধ পণ্যের আড়ালে বাংলাদেশে এসব পণ্য নিয়ে আসতেন।

এসব অবৈধ ওয়াকিটকি সেট ব্যবহার করে দুর্বৃত্তরা নিজেদের আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করছে। আটক মোহাম্মদ আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
পিএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।