ঢাকা, সোমবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে কাভার্ডভ্যানের চাপায় এক ব্যক্তি নিহত 

  ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৬, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
ঝিনাইদহে কাভার্ডভ্যানের চাপায় এক ব্যক্তি নিহত  প্রতীকী ছবি

ঝিনাইদহ: ঝিনাইদহের হাটগোপালপুর কলারহাট এলাকায় কাভার্ডভ্যানের চাপায় মিলন ব্যাপারী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আব্দুর ছাত্তার নামে আরও একজন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার ঝিনাইদহ-মাগুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে। মিলন ঝিনাইদহ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে মিলন ও আব্দুর ছাত্তার রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। এসময় চুয়াডাঙ্গাগামী সিমেন্ট বোঝাই একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান মিলন। আহত আব্দুর ছাত্তারকে উদ্ধার করে মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। চালক ও হেলপার পালিয়ে গেলেও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।