ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গুলশানে আগুন: আটকেপড়াদের নামিয়ে আনছে ফায়ার সার্ভিস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
গুলশানে আগুন: আটকেপড়াদের নামিয়ে আনছে ফায়ার সার্ভিস

ঢাকা: গুলশানে বহুতল ভবনের ৭ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এখনো কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা। অগ্নিকাণ্ডে ওই ভবনে আটকা পড়া লোকজনদের উদ্ধার করে নিচে নামিয়ে আনার কাজও করছেন তারা।

সেই সঙ্গে ঘটনাস্থল আবাসিক ভবন হওয়ায় ছাদে থাকা লোকজনদেরও নামানো হচ্ছে ।

রোববার (১৯ ফেব্রুয়ারি) ঘটনাস্থল থেকে এই তথ্য জানান, গুলশান থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. আমিনুল ইসলাম।

তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ওই ভবনে বাসিন্দারা আটকে পড়েছেন। ফায়ার সার্ভিসের লোকজন তাদের উদ্ধার করে নিচে নামিয়ে আনতেছে। পাশাপাশি ছাদেও যারা আছেন, তাদের নামানো হচ্ছে।

শেষ খবর পাওয়ার পর্যন্ত জানা গেছে, ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনটিতে প্রবেশ করেছেন।

আটকে পড়া লোকজনদের উদ্ধারের বিষয়টি ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার এরশাদ হোসেনও নিশ্চিত করেছেন। আগুন নিয়ন্ত্রণে এখনো সাতটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।