ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে পুকুরে ভেসেছিল চা-দোকানির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
মাদারীপুরে পুকুরে ভেসেছিল চা-দোকানির মরদেহ

মাদারীপুর: মাদারীপুরে পুকুর থেকে সৌরভ মিয়া (২৮) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে পৌর এলাকার নূরজাহান সেলিম নিরাময় হাসপাতালের পেছনের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সৌরভ পৌরসভার ২ নম্বর শকুনী এলাকার শাহাদাৎ হোসেন মিয়ার ছেলে। তিনি শহরের লেকপাড় এলাকায় একটি চায়ের দোকান চালাতেন।

জানা গেছে, সকালে পৌর এলাকার নূরজাহান সেলিম নিরাময় হাসপাতালের পেছনের পুকুরে এক যুবকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা জরুরি সেবা নাম্বার ৯৯৯ এর মাধ্যমে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে উদ্ধার হওয়া মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। খবর পেয়ে তার স্বজনরা এসে মরদেহের পরিচয় শনাক্ত করেন।  

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, আমরা খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত হয়েছে। ময়নাতদন্তের পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০২০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।