ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সৌজন্য সাক্ষাৎ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

সোমবার (২০ ফেব্রুয়ারি) এ সাক্ষাতে প্রধানমন্ত্রী ও বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জলবায়ু সম্পর্কিত বিপর্যয় এবং অর্থনৈতিক অস্থিতিশীলতা মোকাবিলায় জাতিসংঘ ও বাংলাদেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্কের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

 

কক্সবাজারের শরণার্থী শিবিরে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য সহায়তাবিষয়ক তহবিলের ঘাটতি থাকা সত্ত্বেও জাতিসংঘ-বাংলাদেশ অংশীদারিত্ব জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার মাধ্যমে তারা এ বিষয়ে একত্রে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী শিক্ষা, আবাসন, স্বাস্থ্যসেবা এবং নারী অধিকারের উন্নয়নে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন। আগামী ৫ থেকে ৯ মার্চ কাতারের দোহায় অনুষ্ঠেয় স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলনের (এলডিসি৫) আগে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়েও তারা মতবিনিময় করেন।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।