ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নৌযান শ্রমিকদের মজুরি ২০ হাজার টাকা ঘোষণার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
নৌযান শ্রমিকদের মজুরি ২০ হাজার টাকা ঘোষণার দাবি ফাইল ফটো

ঢাকা: দেশব্যাপী নৌযানে কর্মরত শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ২০ হাজার টাকা ঘোষণাসহ ১০ দফা দাবি জানিয়েছে নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ। দাবি মানা না হলে ২৫ ফেব্রুয়ারি থেকে ধর্মঘটের হঁশিয়ারি দিয়েছে নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দাবি আদায় না হলে ধর্মঘটে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম।

শাহ আলম বলেন, নৌ-যান শ্রমিকদের এ দাবি ন্যায় সংগত দাবি। ২০১৬ সালের মজুরি দিয়ে বর্তমান বাজার দরে চলা সম্ভব নয়।

সমাধানের পথে না হাঁটলে উত্তপ্ত পরিস্থিতির দায় সরকার এবং মালিকদের নিতে হবে।  

নৌশ্রমিদের যৌক্তিক দাবি না মানলে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে নৌযানে কর্মরত সব শ্রমিকরা লাগাতার কর্মবিরতি পালন করবে বলে জানিয়েছেন নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩  
এনবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।