ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ইটবোঝাই ট্রলির ধাক্কায় প্রাণ গেল মুরগি ব্যবসায়ীর

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
ইটবোঝাই ট্রলির ধাক্কায় প্রাণ গেল মুরগি ব্যবসায়ীর

রাজশাহী: রাজশাহীতে ইটবোঝায় ট্রলির ধাক্কায় কামাল হোসেন (৫২) নামের এক মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন।  

বুধবার (২২ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী মহানগরীর ভদ্রা বাবুল পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল রাজশাহীর দুর্গাপুর উপজেলার পাচুবাড়ী গ্রামের কাজেম আলীর ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।  

পরে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠায়।

জানতে চাইলে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, কামাল হোসেন একজন ক্ষুদ্র মুরগি ব্যবসায়ী। তিনি গ্রাম থেকে বাইসাইকেলে করে খাঁচায় মুরগি নিয়ে এসে শহরে বিক্রি করতেন। আজ বুধবার সকালে দুর্গাপুর থেকে তিনি বাইসাইকেলে করে মুরগি নিয়ে ভদ্রা বাবুল পেট্রোল পাম্পের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রলি তাকে পেছন থেকে সজরে ধাক্কা দেয় এবং অনেক দূর ছেঁচড়ে নিয়ে যায়। এতে ওই ট্রলির নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়েছে। চালক ঘটনাস্থলেই ট্রলি ফেলে পালিয়েছেন। তবে এই ট্রলি চালককে বর্তমানে শনাক্ত করে ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান- এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
এসএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।