ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে ব্যস্ত সড়কে ঢাকনা ভাঙা ম্যানহোল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
হবিগঞ্জে ব্যস্ত সড়কে ঢাকনা ভাঙা ম্যানহোল

হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের প্রধান সড়কে দুটি ম্যানহোলের ঢাকনা ভেঙে গেছে। এতে যানবাহন ও পথচারীদের চলাচলে দুর্ঘটনার শঙ্কা দেখা দিয়েছে।

জেলা পরিষদ, হবিগঞ্জ সদর মডেল থানা ও ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের সামনের সড়কটিতে এ অবস্থা প্রায় দু’মাস ধরে।

সরেজমিনে দেখা গেছে, সড়কে ৫টি ম্যানহোলের মধ্যে দু’টির ঢাকানা ভেঙে গেছে ও আরেকটিতে ফাঁটল দেখা দিয়েছে। ফলে ছোট-বড় যানবাহন ও হাসপাতালে আসা রোগীরা দুর্ঘটনার শঙ্কা নিয়েই এ রাস্তা দিয়ে চলাচল করছে।

হবিগঞ্জ ট্রাফিক পুলিশের কনস্টেবল আশুতোষ একটি ম্যানহোলে পড়ে কোমড়ে ব্যথা পেয়েছিলেন। তিনি প্রায় একমাস হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, হবিগঞ্জ পৌরসভা থেকে প্রায় দু’মাস আগে ৫টি ম্যানহোলের উপরে ঢাকনা বসানো হয়। কিন্তু কিছুদিন পরেই দু’টি ভেঙে চুরমার হয়ে যায় ও একটিতে ফাঁটল দেখা দেয়। এরপর আর এগুলো মেরামত করা হয়নি।

স্থানীয়রা জানান, সিমেন্টের পরিমাণ কম ও গুণগত মান বজায় না রাখায় ঢাকানাগুলো ভেঙে গেছে। সড়কে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। দ্রুত এগুলো মেরামত করা প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।