ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢামেকে বিডিআর বিদ্রোহ মামলার আসামির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
ঢামেকে বিডিআর বিদ্রোহ মামলার আসামির মৃত্যু

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুল বাতেন (৭০) নামে বিডিআর বিদ্রোহ মামলার এক আসামির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে তাকে ঢাকা মেডিকেলে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আসামি হিসেবে বন্দী ছিলেন তিনি। সেখান থেকে চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তিনি বিডিআর বিদ্রোহ মামলা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বলে জানা যায়। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার বাবার নাম মৃত ইদ্রিস আলী। তবে তার ঠিকানা তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
এজেডএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।