ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তাড়াইল বাজারে আগুন লেগে পুড়ল ৩০ দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
তাড়াইল বাজারে আগুন লেগে পুড়ল ৩০ দোকান

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের তাড়াইল বাজারে আগুন লেগে ৩০টি দোকান পুড়ে গেছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়।  

স্থানীয়রা জানান, শনিবার দিনগত রাত পৌনে ১০টার দিকে তাড়াইল বাজারের এনায়েতের মার্কেটে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কিশোরগঞ্জসহ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় পৌনে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে ৩০টি দোকান পুড়ে যায়।  

আগুনে দেড় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি।

এ ব্যাপারে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মোবারক আলী বাংলানিউজকে জানান, ক্ষয়ক্ষতির নিরূপণের কাজ শেষে বলা যাবে কত টাকার ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।