ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় নদীতে পড়েছিল মাদক বিক্রেতার মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
মাগুরায় নদীতে পড়েছিল মাদক বিক্রেতার মরদেহ

মাগুরা: মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামের নবগঙ্গা নদী থেকে বাবলু মোল্লা (৩৭) নামে এক মাদক বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে মাগুরা নিজনান্দুয়ালী গ্রামের নবগঙ্গা নদীতে তার মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশ খরব দেয়।

পরে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা তার মরদেহটি উদ্ধার করে।

বাবলু মোল্লা নিজনান্দুয়ালী গ্রামের মধ্যপাড়ার ওহায়েদ মোল্ল্যার ছেলে।  

জানা যায়, বন্ধুদের সঙ্গে নৌকায় বসে তাস খেলার সময় শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বাবলু মোল্লা নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হন।
  
বাবলু মোল্লার স্ত্রী আসমা বেগম জানান, শনিবার রাতে নবগঙ্গা নদীতে নৌকা থেকে পড়ে স্বামী বাবলু মোল্লা নদীতে পড়ে নিখোঁজ হন। পরে সোমবার সকালে তার মরদেহ ভেসে উঠলে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজিম উদ্দিন জানান, গত শনিবার রাতে এলাকার কয়েকজন বন্ধু বাবলু মোল্লাকে বাড়িতে থেকে ডেকে নিয়ে যায়। পরে মাদকাসক্ত অবস্থায় তারা নৌকা বসে জুয়া খেলছিল। এ সময় নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে বাবুল মোল্লা নিখোঁজ হন। এর পর স্বজনরা তিন দিন ধরে অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পয়নি। পরে নিজনান্দুয়ালী গ্রামের নবগঙ্গা নদীতে তার মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশ খরব দেয়। পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা তার মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়।  

অতিরিক্ত পুলিশ সুপার নাজিমউদ্দিন জানান, বাবলু মোল্লা একজন চিহিৃত মাদক ব্যবসায়ি ও মাদকসেবী। তার নামে মাদক দ্রব্য আইনে থানায় ২১টি মামলা রয়েছে। ফলে সঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।